বিশ্বনাথে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ পালন

বিশ্বনাথ প্রতিনিধি :: ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা একেএম মনোহর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি ডাঃ আরাফাত মাসুদ, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, আনসার-ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি পারভেজ খান, উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক নবীন সোহেল, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবীর, উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সাধারণ সম্পাদক মধু মিয়া, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার মিয়া প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
Next Post Previous Post