বগুড়া সদরের মাথুরায় প্রজেক্ট এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

সাইদুর রহমান সাজু : সোমবার দুপুরে বগুড়া সদরের নামুজা ইউনিয়নের মাথুরায় ২০১৯-২০ আর্থিক সালের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম ফেজ (এনটিপি) প্রজেক্ট এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।তিনি বলেন, আমরা ভাতে মাছে বাঙ্গালী, আগে ছিল গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। সেই সুবাধে খালে বিলে, ডোবায় মাছ চাষ করতে হবে। মাছ আমিষের চাহিদা পুরণ করে। সেই সাথে অর্থনীতিকেও সমৃদ্ধ করে। আমরা সবাই মাছ চাষ করব, আমিষের চাহিদা পুরণ করব এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা এনএটিপি-২ এর সম্প্রসারণ কর্মকর্তা জাকিয়া সুলতানা, ক্ষেত্র সহকারী তাছলিমা খাতুন, সদর উপজেলা তথ্য সহকারী সাবিহা সুলতানা, সমাজসেবক জাহিদুল ইসলাম, ইউপি সদস্য মুন্টু মিয়া সাকিদার, ফজুলুর রহমান প্রমুখ। প্রধান অতিথি মাথুরা চাষীর পুকুর পরিদর্শন করেন।

Next Post Previous Post