রাজশাহীতে দুর্নীতি বিরোধী শপথ নিলো শতাধিক শিক্ষার্থী

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : দুর্নীতি করব না,দুর্নীতি সইব না,দুর্নীতিকে প্রশ্রয় দেব না এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধে শপথ নিয়েছে শতাধিক শিক্ষার্থী। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার সময় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই শপথবাক্য পাঠ করানো হয়। জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহন করেন। রাজশাহী দুর্নীতি দমন কমিশন-দুদক ও জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার আবদুল মান্নান,দুর্নীতি দমন কমিশন-দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মোরশেদ আলম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েতুল ইসলাম,সচেতন নাগরিক কমিটি সনাক’র রাজশাহী শাখার সভাপতি ড. দীপকেন্দ্র নাথ দাস ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক তানবিরুল আলম প্রমুখ। এসময় অনুষ্ঠানে দেয়া টিআইবি’র এক প্রতিবেদনে বলা হয়েছে,অবৈধ অথর্ পাচারে বিব্রতকর দৃষ্টান্ত স্থাপন হয়েছে বাংলাদেশে। কিন্তু এঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এছাড়া বাংলাদেশ ব্যাংক নিজেদের নীতিমালাকে পাশ কাটিয়ে শীষর্ স্থানীয় ঋণখেলাপিদের হাতে জিম্মি হয়ে তাদের ইচ্ছেমতো পুনঃতফশীলের সুযোগ দিচ্ছে। এজন্য একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের দাবি জানান তারা। এছাড়া সমাজের সকল পর্যায়ে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ প্রতিরােধে কাউকে ছাড় দেওয়া হবে না মর্মে প্রধানমন্ত্রীর ঘোষণা এবং বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি রাজনৈতিক সদিচ্ছা ব্যতিত বাস্তবায়ন সম্ভব নয় । বর্তমানে সরকার একটি দুর্নীতি বিরােধী অভিযান চালাচ্ছে । এতে ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব নেতৃবৃন্দের একাংশের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা– কর্মচারীর একাংশের অবাধ দুর্নীতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে , যা মূলত রাজনৈতিক ছত্রছায়ায় ও পরিচয়ে দুর্নীতির গভীর ও ব্যাপকতর বিস্তৃতির প্রতিচ্ছবি রয়েছে।

Next Post Previous Post