বগুড়া-সারিয়াকান্দি রাস্তা প্রশস্ত করনে ২৪০ কোটি টাকা অনুমোদন দেওয়ায় আব্দুল মান্নান এমপিকে সংবর্ধনা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- বগুড়া সারিয়াকান্দি রাস্তা প্রশস্ত করণে ২৪০ কোটি টাকা অনুমোদন দেওয়ায় বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ আবদুল মান্নানকে উপজেলা আওয়ামী লীগ ও
 অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে ।
মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, এমপি
আব্দুল মান্নান । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহার আলী মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী ফকির, জেলা যুবলীগের সহ সাধারন সম্পাদক কোয়েল আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শোভন সাগর প্রমুখ।
Next Post Previous Post