পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়’ এর “মুক্তিযুদ্ধ কর্নার”

রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে অবস্থিত, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়। বর্তমান সরকারের উদ্ধোগে এই বিদ্যালয়টিতে গড়ে তুলা হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। এই মুক্তিযুদ্ধ কর্নার দেখার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। বিজয় মাস উপলক্ষে এক শোক বার্তায় তিনি এই অনুরোধ করেন, মুক্তি ও মুুুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হলে, মুক্তিযুদ্ধ কর্নার ও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন সহ মুক্তিযুদ্ধের ইতিহাসের বই পড়তে পরামর্শ দেন তিনি । এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হলে, মুক্তিযুদ্ধ কর্নার ও দেশের বিভিন্ন জেলায় গড়ে উঠা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করা উচিত বলে তিনি মনে করেন।

Next Post Previous Post