বিশ্বনাথে শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা নির্বাচিত

শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষিকা ঘোষণা সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদসহ প্রশাসনের নেতৃবৃন্দ।
উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন জানান, প্রধান শিক্ষক হিসেবে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদু বেন্দু পাল, গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আলমাছ আলী ও রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাহেদা আক্তার।
এছাড়া সিঙ্গেরকাছ (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিনকে শ্রেষ্ঠ সভাপতি ও মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাম্মেল আলীকে শ্রেষ্ঠ কাবশিক্ষক নির্বাচিত করা হয়।