★প্রেমের দহন★
ছয়ফুল আলম পারুল :
চিরদিন চিত্তে আমার
তোমারে দিয়েছিলাম ঠাঁই,
তুমিহীনা আজ বিরহ ব্যথা
দিন-রাত বয়ে যাই।
অনুস্মৃতি শুধু কষ্টের
অনুরাগে অনুতপ্ত,
আমার চোখের জলেতে
বুক ভেজা অনুলিপ্ত।
বুকের ভেতর নিঃশব্দে
আজ কান্না হয়,
ভালোবাসা আমায় কি দিলো হায়!
জ্বলে-পুড়ে হচ্ছি ক্ষয়!!
তুমি ওগো চলে যাবে দূর নীলিমায়,
আমি ভাবতে পারিনি,
এই জ্বালা সইতে আজ
হঠাৎ চোখে আসে পানি।
তবুও তো হররোজ তোমায়
মনের ভিতরে রাখবো
তোমায় হারানোর বেদনায়
সবই নিঃশেষ দেখি।
আমার এতোই প্রিয় ছিলে তুমি!
বুঝিনি তোমায় হায়,
যখন উড়েছো দুর নীলিমায় চিত্ত আমার কাঁদে,,,
ব্যর্থ প্রেমের দহনে!!!