মাদক বিরোধী অভিযানে জাফলংয়ে পুলিশের হাতে ইয়াবাসহ আটক ১
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বল্লাঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার সোনাটিল্লা গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৬)। পুলিশ সুত্রে জানাযায় রবিবার রাত ১১টায় বল্লাঘাট পিকনিক সেন্টারের নিচে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই মতিউর রহমান ও এএসআই রাজিব রায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ আলমগীর হোসেনকে আটক করেন। আটক আসামীর বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আহাদ বলেন, ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এবং আসামীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।