নীলফামারীর জলাকায় “পজেটিভ বাংলাদেশ”র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হামিদা বারী , নীলফামারী : ২৩ ডিসেম্বর সোমবার সকালে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নে খেড়কাটি দ্বি মূখী উচ্চ বিদ্যালয় মাঠে ছিন্নমূল শীতার্ত হতদরিদ্র সহায় সম্বলহীন প্রায় দুই শতাধিক পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। জানা যায়, দুখী মানুষের মুখে হাসি ফুটাতেই “পজেটিভ বাংলাদেশ” নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও নীলফামারী জেলার প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের হাতে শীত নিবারণের জন্য শীতবস্ত্র তুলে দিচ্ছেন। তারই ধারবাহিকতায় জেলার জলঢাকা উপজেলায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় খেড়কাটি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমানের সভাপতিত্বে ও পজেটিভ বাংলাদেশের নির্বাহী সদস্য শাকিল আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম ফেরদৌস, বিশেষ অতিথি জলঢাকা মীরগঞ্জ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম,পজেটিভ বাংলাদেশের মডেরেটর ওযাহেদুজ্জামান চৌধুরী বাবু, সদস্য মহববত হোসেন প্রমূখ। পজেটিভ বাংলাদেশের উত্তর উত্তর সাফল্য কামনা করে প্রধান অতিথি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম ফেরদৌস বলেন, সংগঠনটির এটি একটি ভালো উদ্যোগ। এভাবে দেশের প্রতিটি সংগঠন এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করলে দেশ এগিয়ে যাবে নিশ্চিত। তিনি আরো বলেন, “পজেটিভ বাংলাদেশ” সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটির কাজ আমার ভালো লেগেছে। তারা ছোট ছোট এসব কাজের মধ্যে দিয়েই মানুষের মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। তাদের উদ্যোগগুলিও আমার ভালো লেগেছে। আমি আশা করি সংগঠনটি আরো বড় বড় পদক্ষেপ গ্রহন করবেন। শুধু একটি বা দুইটি জেলা নয় তারা যেন সারাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন এ দোয়া আমি করছি আপনারাও করবেন। বিশেষ অতিথি মীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুর রহিম পজেটিভ বাংলাদেশের ভূয়সী প্রসংশা করে বলেন, অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়ে নিরাশ্রয়কে আশ্রয় দিয়ে স্বপ্নের বাড়ী তৈরী করে দিচ্ছেন এ বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। যেসব শিক্ষার্থী অর্থাভাবে লেখাপড়া করতে পারে না কিংবা বই কিনে লেখাপড়া করা তাদের খুবই কষ্টকর সেসব শিক্ষার্থীদেরকে পজেটিভ বাংলাদেশ সহযোগীতা করছে নানা ভাবে এটা জেনেও খুব ভালো লেগেছে আমার। স্কুলের ছোট ছোট কোমলমতি ছেলে-মেয়েদের হাতে তুলে দিচ্ছেন খাতা-কলম। এটাও বেশ ভালো উদ্যোগ পজেটিভ বাংলাদেশের বলে মন্তব্য করেছেন পুলিশের এই কর্মকর্তা। একই ভাবে সামাজিক ও স্বে”্ছাসেবী সংগঠন পজেটিভ বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমান বলেন, বিগত দুই বছর ধরে এই এলাকায় সংগঠনটি এভাবে শীতবস্ত্র বিতরণ করছে শীতার্ত মানুষের মাঝে। তাছাড়াও গেল বছর আমার বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে খাতা-কলম তুলে দেয় সংগঠনটি। আমি পজেটিভ বাংলাদেশের সাফল্য কামনা করি। এবং মহান সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি অলাভজনক এই সংগঠনের সকল সদস্যরা যেন দীর্ঘায়ু হয়ে এভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারেন। অনুষ্ঠানের শুরুতেই “পজেটিভ বাংলাদেশ” এর কার্যক্রম তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির মডেরেটর ওয়াহেদুজ্জামান বাবু এবং সংগঠনের নানা কার্যক্রম নিয়েও আলোকপাত করেন পজেটিভ বাংলাদেশের সদস্য মহববত হোসেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url