গোয়াইনঘাটে ধান সংগ্রহের লক্ষ্যে কৃষক নির্বাচনে উম্মুক্ত লটারি অনুষ্টিত

রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে কৃষকদের কাছ থেকে ২০১৯-২০২০ এর আওতায় ধান সংগ্রহের লক্ষ্যে কৃষক নির্বাচনের জন্য উম্মুক্ত লটারি অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আমন ধান সংগ্রহের লক্ষ্যে কৃষক নির্বাচনের জন্য উম্মুক্ত লটারি অনুষ্টিত হয়।
সভায় ১ হাজার কেজি করে মোট ১৫৪৩ জন কৃষকের কাছ থেকে ১৫৪৩ মেট্রিকটন আমন ধান ক্রয় করা হবে জানানো হয়েছে। উক্ত আমন ধান সংগ্রহ সংরক্ষণ কমিটির সভায়
উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুুুমার পাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: ফারুক হোসাইন, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃৃৃৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন ।

Next Post Previous Post