নন্দীগ্রামে প্রকাশ্য ধূমপান করায় ২ জনের জরিমানা
জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে প্রকাশ্য ধূমপান করায় ২ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১লা ডিসেম্বর বিকেল ৩টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ভ্রাম্যমাণ আদালত প্রকাশ্য ধূমপানের দায়ে কুড়িগ্রামের নিয়াপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে নূর হোসেনকে ৩শ’ টাকা ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে জামিউল ইসলামকে ৩শ’ টাকা জরিমানা করে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেঞ্চ সহকারী ফেরদাউছ রহমান।