গাজীপুরে পেয়াজের দাম বেশি রাখায় তিন দোকানকে ৪৫০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
জিল্লুর রহমান সাগর,গাজীপুর জেলা প্রতিদিধি : আজ রবিবার বেলা ১২টায় গাজীপুর চৌরাস্তায়নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্ননাতুল ফেরদাউস এর নেতৃত্বে ব্যাটালিয়ান সদস্য এবং সাংবাদিকদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় তিন দোকানকে মোট ৪৫০০০টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ সময় চৌরাস্তার চেয়ারম্যান মার্কেট এর দোকানদার আক্কাস আলী পিতা তৈয়ব আলী ভোক্তা -৩৮ আইন ২০১৮ অনুযায়ী তাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এবং সানজিদা বানিজ্যালয় এর মালিক মোঃ ইব্রাহিম পিতা-নাইম উদ্দীন কে কৃষি বিপনন আইন ১৮/১৯(১)ক অনুযায়ী বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এবং দুই ভাই বানিজ্যালয় এর মালিক রাজ্জাক মিয়াকে পাচ হাজার টাকা জরিমানা করা হয়।