সাপাহারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকেলে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার প্রমুখ। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ অনেকেই উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি’র স্টলগুলি পরিদর্শন করেন।