বাগমারায় আ’লীগের নেতা মোজাম্মেল হকের দাফন সর্ম্পণ

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার আ’লীগের প্রচার সম্পাদক মাষ্টার মোজাম্মেল হকের জানাযা শেষে দাফন সর্ম্পণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার সময় উপজেলার মাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা শেষে পয়েশঘোষ গ্রামে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।এসময় মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান টুকু, উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাক জহুরুল ইসলাম মাষ্টার, মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম আলী আসকান, সাবেক চেয়ারম্যান আকবর আলী, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, স্থানীয় সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সমপাদক জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। জানাযায় উপজেলার বিভিন্ন শ্রেনী ও পেশার ব্যকিক্তবর্গ অংশ গ্রহন করেন। জানা যায়, গত সোমবার সন্ধ্যায় আ’লীগের প্রচার সম্পাদক মাষ্টার মোজাম্মেল হক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীনবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url