গাইবান্ধায় বিলুপ্ত প্রজাতির পাঁচটি শকুন উদ্ধার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় বিলুপ্ত প্রজাতির বিশাল আকারের পাঁচটি শকুন উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য ফলিয়া গ্রামের একটি গাছ থেকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় শকুনগুলো উদ্ধার করা হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ সবুর হোসেন জানান, পশ্চিম দিক থেকে উড়ে আসা বিশাল একটি শকুনের ঝাঁক ফলিয়া গ্রামের একটি বটগাছে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ করে পাঁচটি শকুন দুর্বল হয়ে নিচে পড়ে যায়। পরে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় শকুনগুলো উদ্ধার করে।
তিনি আরও জানান, শকুনগুলো বিলুপ্ত প্রায়। এই প্রজাতির শকুন বাংলাদেশে সচরাচর দেখা যায় না। ধারণা করা হচ্ছে প্রচণ্ড শীতের কারণে শকুনগুলো বটগাছে আশ্রয় নেওয়ার সময় দুর্বল হয়ে পড়ে। আগামীকাল শকুনগুলোকে চিকিৎসার জন্য দিনাজপুরের ইকোপার্কে পাঠানো হবে। পরে সুস্থ হলে সেগুলোকে অবমুক্ত করা হবে।