রাজশাহীর বাগমারার সাংবাদিক প্রিন্সের শ্বশুরের ইন্তেকাল
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক ও সানসাইন প্রত্রিকার সাংবাদিক মাহফুজুৃর রহমান প্রিন্স এর শ্বশুর প্রবীণ আ’লীগ নেতা ওহিদুল ইসলাম (৭০) গতকাল বুধবার সন্ধা সাড়ে পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মাড়িয়া ইউনিয়নের বৈলসিংহ গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন ।(ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ যোহর বৈলসিংহ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্সের শ্বশুর অহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাগমারা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দরা। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।