ফুলছড়িতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপুষ্টি দূরীকরণের কার্যকরী সিদ্ধান্ত
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারি সংস্থা সহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপুষ্টি দূরীকরণের কার্যকরী সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেশন কর্তৃক বাস্তবায়িত সঙ্গ প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইলতুতমিশ আকন্দ পিন্টু, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, উপজেলা প্রাণি সম্পদ অফিসার আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, সঙ্গ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ মাহবুবার রহমান হীরক, টেকনিক্যাল অফিসার আরফিনা আকতার, রফিকুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন। সভায় জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারি সংস্থা সহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপুষ্টি দূরীকরণের কার্যকরী সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন সভার সমাপনী বক্তব্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যাবলী কিভাবে সমন্বয় করা হবে সেই বিষয়ে গুরুত্বারোপ করেন এবং প্রাথমিকভাবে প্রতিটি সেক্টরের পুষ্টি সম্পর্কিত কি কি কার্যক্রম আছে সেইগুলোকে একত্রিত করে একটি সমন্বিত পুষ্টি পরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশনা প্রদান করেন। সেই সাথে পরবর্তী সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরের পুষ্টি পরিকল্পনা উপস্থাপনের আহবান জানান। তিনি বলেন, ফুলছড়ি উপজেলার অপুষ্টি দূরীকরণে সরকারী-বেসরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিগণের ভূমিকা অব্যাহত রাখতে হবে। সাধারণ জনগণ বিশেষ করে মা ও নবজাতকের স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান উন্নয়নে সকল সেবাদান কর্মীকে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, অপুষ্টি চক্র প্রতিরোধে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেশন কর্তৃক সঙ্গ প্রকল্পের মাধ্যমে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, উদাখালী ও ফুলছড়ি ইউনিয়নে কাজ করা হচ্ছে। তাই তারা ফুলছড়ি উপজেলায় এ প্রকল্প প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পুষ্টি উন্নয়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সাথে সমন্বয় রেখে কার্যক্রম বাস্তবায়ন করবে।