নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় আব্দুল গাফ্ফার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। জানা গেছে, ২৩ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গাফ্ফার নাটোর জেলার সিংড়া উপজেলার মালকুড় গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সে নন্দীগ্রাম কলেজপাড়ায় মেয়ে জামাইয়ের বাড়িতে থাকতো। ওই সময় তিনি নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে মহাসড়ক পারাপার হচ্ছিল। এমন সময় নাটোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ জাহেদুল ইসলাম বলেছে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যায়। তার মরদেহ পরিবারের লোকজন ঘটনাস্থল থেকেই নিয়ে গেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url