বিশ্বনাথে পার্কিং নিয়ে হামলা-পাল্টা-হামলা, আহত ৫
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে দোকানঘরের সামনে প্রাইভেটকার গাড়ি রাখা নিয়ে হামলা-পাল্টা-হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের নতুনবাজারস্থ মাদানিয়া মাদরাসার মার্কেটের রাখি ট্রের্ডাস দোকানের সামনে এঘটনা ঘটে। এতে শালিস ব্যক্তিসহ ৫জন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন-রাখি ট্রের্ডাস দোকানের মালিক বিভাষ পাল, দোকান কর্মচারী দিপুল দেব, শালিস ব্যক্তি ব্যবসায়ী মাসুক মিয়া। অন্যান্য আহতদের নাম জানাযায়নি। তবে এরা প্রাইভেটকার যাত্রী বলে জানাগেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং প্রাইভেটকারের যাত্রীদের থানায় নিয়ে আসে।