শার্শার রুদ্রপুরে ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক
এবিএস রনি, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার সীমান্ত ঘেঁষা রুদ্রপুর বাজার থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) রাতে বাগআঁচড়া পুলিশ তদন্তধীন রুদ্রপুর বাজারে অভিযান চালিয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলো, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলশীডাংগা গ্রামের সিরাজুল ইসলামের ছেরে মহিউদ্দিন লাল্টু (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই আঃ রহিম, এএসআই আকবার ও এএসআই মাসুদ সংগীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রুদ্রপুর বাজার হতে ৫০ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত এস আই আঃ রহিম রিপোর্টার এবিএস রনি কে জানান আটকৃতের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।