সাদুল্লাপুরের উপজেলা ছাত্র শিবিরের সাবে সভাপতি গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাইদুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজলার মরুয়াদহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মাইদুল ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাইদুলের বিরুদ্ধে ১৪টি নাশকতা মামলা রয়েছে। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গোপন খবরে দুপুরে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান, বিকেলে মাইদুলকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

Next Post Previous Post