পলাশবাড়ীতে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির প্রকল্পের উদ্বোধন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ও হোসেনপুর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প বাস্তবায়ন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার কিশোরগাড়ী ইউনিয়নের হাসানখোর গ্রামে আনুষ্ঠানিকভাবে কাজ উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, ইজিপিপি প্রকল্পের উপসহকারী প্রকৌশলী রাশেদুল আলম রাসেল, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, সংরক্ষিত মহিলা সদস্য রঞ্জনা রানী, ইউপি সদস্য রেজাউল করিম প্রমূখ।
অপরদিকে হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী গ্রামে একই প্রকল্পের কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইজিপিপি প্রকল্পের উপসহকারী প্রকৌশলী রাশেদুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য পল্লব মিয়া, শাহারুল ইসলাম, আঃ মান্নান, আঃ ওয়াহেদ ও আনোয়ারা বেগম। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, কিশোরগাড়ী ইউনিয়নে ৪৩৮ জন এবং হোসেনপুর ইউনিয়নে ৩২৭ জন শ্রমিক কাজে অংশগ্রহণ করে।

Next Post Previous Post