আত্রাই উপজেলা সার্টিফিকেট সহকারী মতিউরের ইন্তেকাল

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কাযালয়ের সার্টিফিকেট সহকারী মতিউর রহমান (৫৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার সকাল ৮ টার দিকে তিনি উপজেলা পরিষদ ডরমেটরীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার কসবা গ্রামের নজিবর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকষ্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এক শোকবাণীতে তাঁরা মতিউর রহমানের বিদেহী আতœার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
গতকাল তাঁর প্রথম জানাযা বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ও দ্বিতীয় জানাযা বাদ যোহর নওগাঁ ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি বদলগাছি উপজেলার কসবা গ্রামে বাদ আছর তৃতীয় জানাযার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Next Post Previous Post