৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ যুবক’কে গ্রেফতার করেন
জিল্লুর রহমান সাগর,গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান সাহেব এর নের্তৃত্বে গত ১০শে নভেম্বর রবিবার রাতে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই/শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অত্র থানার সারদাগঞ্জ সুলতান মার্কেট ও হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ (তিন) যুবক’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন ১. মোঃ সজিব হোসেন (৩২) গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মৃত মহর উদ্দিন এর ছেলে। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ২. মোঃ আঃ সালাম নাটোর জেলার সদর থানা এলাকার দাঙ্গাপাড়া গ্রামের মোঃ আবুল কাশেম এর ছেলে। তার কাছ থেকে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ৩. মোঃ বায়েজিদ বগুড়া জেলার আদমদিঘী থানা এলাকার চাঁপাপুর দক্ষিণপাড়া গ্রামের মোঃ আব্দুল আলীম এর ছেলে। তার কাছ থেকে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আঃ সালাম ও বায়েজিদ গাজীপুর মহানগর কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার শিকদার হুজুরের বাড়ীর ভাড়াটিয়া। তাদের তিন জননে বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে ১১ই নভেম্বর সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন কাশিমপুর থানা পুলিশ।