আত্রাইয়ে যুব লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : উপজেলা যুব লীগের আয়োজনে কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে সমাপ্ত করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে যুবলীগ সভাপতি শেখ মো. হাফিজল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, নাজমুল হক নাদিম, আবুল কালাম আজাদ, আব্দুস ছালাম কালু, মাহদি মসনদ স্বরুপ, আবু উজ্জল, মিতু মনিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
বিকেলে উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।