জীবনের জন্যে ভালোবাসা লাগে
ছয়ফুল আলম পারুল : বলুনতো পৃথিবীর সবচেয়ে দামী প্রেমপত্রটি কে লিখেছেন? পারছেন না? আমি বলে দিচ্ছি! -পৃথিবীর সবচেয়ে দামী প্রেমপত্রটি লিখেছেন সর্বকালের সেরা লেখকদের একজন, আইরিশ লেখক জেমস জয়েস। দুই হাজার চার সালে এই প্রেমপত্র বিক্রি হয়েছিল চার লাখ পঞ্চাশ হাজার ডলারে। জয়েস এই প্রেমপত্রটি লিখেছিলেন স্ত্রী নোরা বার্নাকেলকে। অথচ সবচেয়ে দামী প্রেমপত্র লেখা প্রেমটি শেষ পর্যন্ত টেকে নাই! ডিভোর্স না দিলেও তারা ছিলেন আলাদা। যেমন টেকেনি হুমায়ূন ফরীদি- সুবর্ণা জুটি, রুদ্র-তসলিমা জুটি, হালের তাহসান-মিথিলা জুটিও। তাহলে কি সেখানে প্রেম ছিলো না? ছিলো, অতীতে একসময়, কিন্তু বর্তমানে কিছুই ছিলোনা। ইংরেজিতে একটা সুন্দর শব্দ আছে- Give up, বাংলায়- ছেড়ে দেয়া। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা আমার মতে- ছেড়ে দিতে শেখা। জীবনের জন্য কিচ্ছু অপরিহার্য না। কারোর ভালোবাসা না, কারোর হাত ধরে থাকা না, কিছু না পেলে শোকে আকুল হওয়া না…কিচ্ছু না! কেবল জরুরী আত্নসম্মান আর ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্ব বলে নিজের প্রতি ভালোবাসাটাই সবচেয়ে প্রয়োজনীয়। জীবনের হাতে নিজেকে ছেড়ে দিয়ে আরাম করবেন। হাতে থাকবে একটা রোমাঞ্চকর বই, চোখে আরামদায়ক রোদচশমা। দেখবেন আপনার কথা না ভেবেই ঘড়ির কাটা টিকটিক করছে, নদীতে স্রোত বয়ে যাচ্ছে, নিশ্চিত মনে মৌমাছিরা উড়ছে ফুলে ফুলে! যেদিন ভাববেন ওই মানুষ ছাড়া আপনার চলবে না, একদিন আবিস্কার করবেন ওই মানুষের আপনাকে ছাড়াও চলছে অবলীলায়। আমি বলি কেবল ছেড়ে দিয়েই দেখুন! যার সাথে কথা না বললে আনচান লাগে, অবহেলার মাথা খেয়েও তার প্রতি নেশা লাগে, এবার শক্ত হন। তাকে ফোন করবেন না, মেসেজ সিন করবেন না। টানা তিনদিন যদি এটা করতে পারেন আর ওই পাড় থেকে যথাযথ রেস্পন্স না পান, তাহলে বুঝে নেবেন জীবন আপনাকে বলছে- মুভ অন! আত্নসম্মান ছেড়ে দিয়ে কাউকে ধরে রাখার দরকার নাই। কারণ নিজের জন্যই আপনি ভালবাসেন, ভালবাসার জন্য নিজেকে ছেড়ে দিলে নিজেকে ফিরে পাবেন কিভাবে? প্রেম একটা অনুভূতি, প্রেম একটা জীবন না। জীবনের জন্যই প্রেম সুন্দর, প্রেমের জন্য জীবন সুন্দর না! জীবনে প্রেম, বিরহ সত্য না, একমাত্র সত্য স্মৃতি। একদিন দেখবেন এক আকাশ ভরা তারার দিকে তাকিয়ে একবুক স্মৃতি নিয়ে আপনার কফি খেতে ভালো লাগবে, গান শুনতে ভালো লাগবে, নিজেকে স্বার্থপর মনে হলেও বুঝবেন আপনি সুখী! সেই সুখে মনে হবে- জীবন যখন ফুরায়ে যায় করুণাধারায় এসো, প্রেমিক নয়, প্রকৃতি নয়, নিজেকেই ভালবেসো! আপনি একা থাকুন, তবুও টিকে থাকুন মাথা উঁচু করে। জানুন- জীবনের জন্য ভালবাসা লাগে, ভালবাসার জন্য জীবন বিলিয়ে দেয়া লাগেনা! jannatun nayeem prityবলুনতো পৃথিবীর সবচেয়ে দামী প্রেমপত্রটি কে লিখেছেন? পারছেন না? আমি বলে দিচ্ছি! -পৃথিবীর সবচেয়ে দামী প্রেমপত্রটি লিখেছেন সর্বকালের সেরা লেখকদের একজন, আইরিশ লেখক জেমস জয়েস। দুই হাজার চার সালে এই প্রেমপত্র বিক্রি হয়েছিল চার লাখ পঞ্চাশ হাজার ডলারে। জয়েস এই প্রেমপত্রটি লিখেছিলেন স্ত্রী নোরা বার্নাকেলকে। অথচ সবচেয়ে দামী প্রেমপত্র লেখা প্রেমটি শেষ পর্যন্ত টেকে নাই! ডিভোর্স না দিলেও তারা ছিলেন আলাদা। যেমন টেকেনি হুমায়ূন ফরীদি- সুবর্ণা জুটি, রুদ্র-তসলিমা জুটি, হালের তাহসান-মিথিলা জুটিও। তাহলে কি সেখানে প্রেম ছিলো না? ছিলো, অতীতে একসময়, কিন্তু বর্তমানে কিছুই ছিলোনা। ইংরেজিতে একটা সুন্দর শব্দ আছে- Give up, বাংলায়- ছেড়ে দেয়া। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা আমার মতে- ছেড়ে দিতে শেখা। জীবনের জন্য কিচ্ছু অপরিহার্য না। কারোর ভালোবাসা না, কারোর হাত ধরে থাকা না, কিছু না পেলে শোকে আকুল হওয়া না…কিচ্ছু না! কেবল জরুরী আত্নসম্মান আর ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্ব বলে নিজের প্রতি ভালোবাসাটাই সবচেয়ে প্রয়োজনীয়। জীবনের হাতে নিজেকে ছেড়ে দিয়ে আরাম করবেন। হাতে থাকবে একটা রোমাঞ্চকর বই, চোখে আরামদায়ক রোদচশমা। দেখবেন আপনার কথা না ভেবেই ঘড়ির কাটা টিকটিক করছে, নদীতে স্রোত বয়ে যাচ্ছে, নিশ্চিত মনে মৌমাছিরা উড়ছে ফুলে ফুলে! যেদিন ভাববেন ওই মানুষ ছাড়া আপনার চলবে না, একদিন আবিস্কার করবেন ওই মানুষের আপনাকে ছাড়াও চলছে অবলীলায়। আমি বলি কেবল ছেড়ে দিয়েই দেখুন! যার সাথে কথা না বললে আনচান লাগে, অবহেলার মাথা খেয়েও তার প্রতি নেশা লাগে, এবার শক্ত হন। তাকে ফোন করবেন না, মেসেজ সিন করবেন না। টানা তিনদিন যদি এটা করতে পারেন আর ওই পাড় থেকে যথাযথ রেস্পন্স না পান, তাহলে বুঝে নেবেন জীবন আপনাকে বলছে- মুভ অন! আত্নসম্মান ছেড়ে দিয়ে কাউকে ধরে রাখার দরকার নাই। কারণ নিজের জন্যই আপনি ভালবাসেন, ভালবাসার জন্য নিজেকে ছেড়ে দিলে নিজেকে ফিরে পাবেন কিভাবে? প্রেম একটা অনুভূতি, প্রেম একটা জীবন না। জীবনের জন্যই প্রেম সুন্দর, প্রেমের জন্য জীবন সুন্দর না! জীবনে প্রেম, বিরহ সত্য না, একমাত্র সত্য স্মৃতি। একদিন দেখবেন এক আকাশ ভরা তারার দিকে তাকিয়ে একবুক স্মৃতি নিয়ে আপনার কফি খেতে ভালো লাগবে, গান শুনতে ভালো লাগবে, নিজেকে স্বার্থপর মনে হলেও বুঝবেন আপনি সুখী! সেই সুখে মনে হবে- জীবন যখন ফুরায়ে যায় করুণাধারায় এসো, প্রেমিক নয়, প্রকৃতি নয়, নিজেকেই ভালবেসো! আপনি একা থাকুন, তবুও টিকে থাকুন মাথা উঁচু করে। জানুন- জীবনের জন্য ভালবাসা লাগে, ভালবাসার জন্য জীবন বিলিয়ে দেয়া লাগেনা!