“নো হেলমেট, নো বাইক” সাপাহারে হেলমেটধারীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চকলেট প্রদান
নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি : আসন্ন মুজিব শতবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ এর নির্দেশে “নো হেলমেট, নো বাইক” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে নিরাপদ ভাবে মোটরসাইকেল চালানোর নির্দেশনা প্রদান করার সাথে হেলমেটধারী মোটরসাইকেল চালক ও আরোহীদের চকলেট দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর নের্তৃত্বে উপজেলার মূল হেড থেকে জিরো পয়েন্ট পর্যন্ত হেলমেটধারী মোটরসাইকেল চালক ও আরোহীদের চকলেট দিয়ে শুভেচ্ছা প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরসাইকেলের ষ্টিকার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, স্কাউটস, গার্লস গাইড উপস্থিত ছিলেন।