জাফলংয়ে আশা’র দুইদিন ব্যাপী প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির উদ্বোধন
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে আশা ব্রাঞ্চ এর উদ্যোগে দুই দিন ব্যাপী প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় আশা জাফলং ব্রাঞ্চ এর কার্যালয়ে ব্রাঞ্চ ম্যানেজার অশ্বিনী কুমারের সভাপতিত্বে ও আশা জাফলং ব্রাঞ্চ এর শিক্ষা সুপার ভাইজার এরশাদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিলেট বিভাগীয় শিক্ষা অফিসার হাবিবুর রহমান। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহ-কারী শিক্ষা অফিসার আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, দৈনিক ভোরের ডাকের গোয়াইনঘাট প্রতিনিধি রফিক সরকার