গোয়াইনঘাটে মুক্তিযোদ্ধা কর্ণার ও বঙ্গবন্ধু কর্ণার উদ্ধোধন করলেন সিলেটের জেলা প্রশাসক
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে দশগাঁও নওয়াগাঁ স্কুল এন্ড কলেজে গার্লস ফ্যাসিলিটিজ রুম, মুক্তিযোদ্ধা কর্ণার সহ বঙ্গবন্ধু কর্ণারের উদ্ধোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। মঙ্গলবার সকাল ১১ টায় দশগাঁও নওয়াগাঁ স্কুল এন্ড কলেজের গার্লস ফ্যাসিলিটিজ রুম, মুক্তিযোদ্ধা কর্ণার এবং বঙ্গবন্ধু কর্ণারের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আলী এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শিক্ষক/শিক্ষিকা। বিশ্বের উন্নত দেশের মতো গার্লস ফ্যাসিলিটিজ রুম পর্যায়ক্রমে প্রতিটি উচ্চ বিদ্যালয়ে নির্মিত হবে, এবং এটা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের ভিশন বাস্তবায়নের একটি অংশ বিশেষ বলে তিনি জানান।