সরকারি কর্মকর্তারা দুর্নীতি ছেড়ে জনগনের সেবায় ফিরে আসুন : জেলা প্রশাসক

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেছেন,সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি ছেড়ে জনগনের সেবায় ফিরে আসুন। আমি যতদিন রাজশাহীর বুকে রয়েছি দুর্নীতিবাজেরা আমার সাথে হাত মিলাতে আসবেনা। জাতীর জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে গতি এনেছেন। দেশ এখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মানুষের ক্রয় ক্ষমতা এবং উন্নত জীবন যাপন দুটোই আজ বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ও বিদ্যুৎ সহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ যখন আশাতীত উন্নয়ন করে চলেছে। ঠিক সে সময় কিছু দুর্নীতিবাজদের কারণে দেশের উন্নয়ন যাতে থমকে না যায় সে দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ দুর্নীতি করলে তাকে ছাড় দেয়া হবেনা।গতকাল মঙ্গলবার বিকালে রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান, মোহনগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ তরফদার, মচমইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাস রানা, বাগমারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল হক রাবু, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী, আদর্শ বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম হেলাল, এলজিইিডির উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনোয়ারুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা খানম, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, এনা গ্রুপের মিডিয়া কর্মকর্তা জিল্লুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদুল হক ফিরোজ, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, আলতাফ হোসেন, শামীম রেজা প্রমুখ।



from BDJAHAN https://ift.tt/2Z1sjW6
via IFTTT
Next Post Previous Post