গোদাগাড়ীতে যুবকের রহস্যজনক মৃত্যু

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত উজ্জ্বল উপজেলার পরমানন্দপুর গ্রামের আব্দুস সাত্তরের ছেলে। পুলিশ জানায়, বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার সরঙ্গলা খাড়ির পার্শ্বে আম গাছে ডালের সঙ্গে উজ্জ্বলের লাশ ঝুলছিল। খবর পেয়ে পুলিশ উজ্জ্বলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উজ্জ্বল ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে না তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে তা জানা যায়নি। পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়া হতো উজ্জ্বলের। এ কারণেই ফাঁসি দিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়দের ধারণা। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলেই উজ্জ্বলের মৃত্যুর রহস্য জানা যাবে।



from BDJAHAN https://ift.tt/2Nlwhlq
via IFTTT
Next Post Previous Post