রাজাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

panরহিম রেজা, ঝালকাঠি থেকে : ঝালকাঠির রাজাপুরের বাগড়ি গ্রামে নিজবাড়ির পুকুরের পানিতে ডুবে তামিম তালুকদার নামে এক বছর দুই মাস বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ বাগড়ি হামেদ তালুকদার বাড়ি এ দুর্ঘটনা ঘটে। তামিম বাগড়ি গ্রামের রাজ্জাক তালুকদারের ৩ ছেলের মধ্যে ছোট ছেলে ছিলো। শিশুটির পিতা রাজ্জাক তালুকদারের জানান, বাড়ির উঠানে তারা ৩ ভাই খেলা করার এক পর্যায়ে সকলের অগচরে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় তামিম। খোজাখুজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে স্বাস্থ্য কর্মপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তারমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



from BDJAHAN https://ift.tt/2NuhlkS
via IFTTT
Next Post Previous Post