গুজব প্রতিরোধে বগুড়ায় পুলিশের লিফলেট বিতরণ
এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া)প্রতিনিধি : গুজব প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা(বিপিএম বার) সাধারণ মানুষ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
লিফলেটে থাকা সচেতনতা মূলক দিক নির্দেশনা জনসাধারণের মাঝে তুলে ধরে পুলিশ সুপার বলেন, ‘ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। কেননা গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করা গুরুতর ফৌজদারি অপরাধ। গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না। কাউকে ছেলে ধরা সন্দেহ হলে নিকটস্থ থানা পুলিশকে খবর দিন অথবা জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করুন।
এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম বদিউজ্জামান, পুলিশ পরিদর্শক ( তদন্ত) রেজাউল করিম রেজা সহ সকল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না প্রমুখ।
এর আগে বগুড়ার সকল উপজেলায় সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেছে জেলা পুলিশের পক্ষ থেকে স্ব স্ব থানা পুলিশ।
from BDJAHAN https://ift.tt/2GzUTme
via IFTTT