রাবির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের পৃথক ইউনিটের দাবি
আহমেদ ফরিদ, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ¯œাতক ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের পৃথক ইউনিটের দাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় দুই শতাধিক ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ভর্তিচ্ছু শিক্ষার্থী রাহাত বলেন, একজন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুর জন্য যদি একাধিক সুযোগ না থাকে, তাহলে সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আমাদের ক্ষেত্রেও তাই। আমাদেরকে যদি সুযোগই না দেয়া হয় তাহলে আমরা তা কীভাবে মেনে নেই? আমরা মেধা দিয়ে ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন ঢাবি, জাবি, খুবি, কুবিতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সে সুযোগ রাখা হয়েছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে সেই সুযোগ দেয়াই হবে না বলে জানানো হয়েছে। আশা করি শিক্ষার্থীদের কথা ভেবে প্রশাসন বিষয়টি পুনঃবিবেচনা করবে।
আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থী সায়মা বলেন, আমরা সবাই বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলাম। কিন্তু এখন আমরা বিভাগ পরিবর্তন করতে চাই। কিন্তু আমাদেরকে সেই সুযোগ দেয়া হচ্ছে না। বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাইলে আমাদেরকে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞানের পাশাপাশি বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ক প্রশ্নের উত্তর করতে হবে। আমরা এতদিন ধরে পূর্বে থাকা প্রশ্নের বিষয় অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করেছি। এখন হঠাৎ করেই এমন সিদ্ধান্ত আমাদের মনোবল ভেঙ্গে দিয়েছে। নতুন করে প্রস্তুতি নেয়ার সময়ও নেই। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক পরীক্ষা কমিটি যদি বিষয়টি পুনরায় ভেবে দেখে তাহলে আমরা ঠিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো।
এরআগে ফরমের মূল্য কমানোর দাবিতে গত বৃহস্পতিবার রাবি ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে। গত রোববার একই দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবাণিজ্য বিরোধী শিক্ষার্থীবৃন্দ। গত সোমবার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আজ মঙ্গলবার একই দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেছে ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীবৃন্দ। ফরমের মূল্য কমানোসহ চার দফা দাবিতে মঙ্গলবার দুপুরে স্মারকলিপি দিয়েছে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
from BDJAHAN https://ift.tt/2ZtKXlX
via IFTTT