বাগমারায় বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাছাই অনুষ্ঠিত
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের বাছাই অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জুড়ে মাইকিং এর মাধ্যমে ভাতা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত হওয়ার অনুরোধ জানান হয়। মঙ্গলবার সকালে যাচাই-বাছাই উপলক্ষে পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের যাচাই-বাছাইকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতা পাওয়ার যোগ্য এমন লোকজনের সমাগম ঘটে। ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের সনাক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী আবিদা সুলতানা, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক নুরুন্নাহার, ইউপি সচিব আলাউদ্দীন সহ ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চলতি বছর শ্রীপুর ইউনিয়নে বয়স্ক ৪৬, বিধবা ২৮ এবং প্রতিবন্ধী ১৪ জনকে ভাতার আওতায় আনা হবে বলে সমাজসেবা কার্যালয় সূত্রে জানাগেছে।
from BDJAHAN https://ift.tt/2J4ppq8
via IFTTT