পলাশবাড়ীতে ভাসমান বীজতলা তৈরী কৃষকেরা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায়র পলাশবাড়ীতে কিছু এলাকা এখনও বন্যার পানির নিচে রয়েছে।

দু’দফা বন্যায় উপজেলার তিনটি ইউনিয়ানে আমন ধানের বীজতলা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যায় বীজতলার এই ক্ষয়ক্ষতি পুসিয়ে নিতে কৃষকরা জরুরী ভিত্তিতে ভাসমান বীজতলা প্রস্তুত করছে।

উপজেলা কৃষি দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কৃষকরা ভাসমান বীজতলা তৈরী করে সময়মত আমন ধান চাষ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। অনেক ব্যবসায়ীও জমি বর্গা নিয়ে ভাসমান বীজতলা তৈরী করছে।

কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, ব্রি-৫১ জাতের ধান বন্যা মোকাবেলায় অত্যান্ত উপযোগী। তাই পরবর্তী পর্যায়ে আবারও বন্যা এলে যাতে আমন ধান চাষ বিঘিœত না হয় সেজন্য এই বিশেষ জাতের ধানের বীজতলা তৈরী করা হচ্ছে।

উল্লেখ্য, প্রায় দু’সপ্তাহ এই ধান পানির নিচে ডুবে থাকলেও ওই ধান গাছের ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই।

এব্যাপারে পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজিজুল ইসলাম জানান, বন্যা মোকাবেলায় কৃষিক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে ভাসমান বীজতলা প্রস্তুত করা হয়েছে।



from BDJAHAN https://ift.tt/2SReRhn
via IFTTT
Next Post Previous Post