কক্সবাজারের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক রচনা প্রতিযোগীতায় ২য় হলেন সাংবাদিক নজরুল ইসলাম

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পর্যটন শহরের ব্যর্জ নিষ্কাসনের ব্যবস্থা সহ বিদ্যুত উৎপাদনের প্রজেক্ট চালু, ধনি গরিব সকলের উপভোগ্য ইকোপার্ক নির্মাণ এবং বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছে। তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এএসসি অথবা এইচএসসি পাস করার পর সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জনের জন্য উদ্বুদ্ধ করেন। এছাড়া তিনি কক্সবাজারের সম্ভাবনাময় তরুণদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রুপে গড়ে তুলতে ভিশন২০২১, ভিশন -২০৪১ ও এসডিজি বাস্তবায়নে গুরুত্বারোপ করেন। পরিশেষে “কেমন দেখতে চাই আগামীর কক্সবাজার” রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী তাসমিনা হোসেইন জিহান ও ২য় স্থান অধিকারী সাংবাদিক এইচ,এম নজরুল ইসলামকে সনদ প্রদান করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার সিটি প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন সিদ্দিক, কক্সবাজার নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র পরিকল্পনাবিদ নাজিম উদ্দিন, কক্সবাজারস্থ জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি’র চেয়ারম্যান সাংবাদিক এস,এম ছৈয়দ উল্লাহ আজাদ, সাংবাদিক গিয়াস উদ্দিন, সাংবাদিক নুরুল আলম আজাদ, এ্যাডভোকেট ফয়সাল এ্যাডভোকেট ইসা রুহুল্লাহ পরিকল্পিত বার্তার প্রকাশক সাংবাদিক মোঃ মনছুর আলম, সাংবাদিক রফিকুল ইসলাম সোহেল, স্টুডেন্ট ইয়াং ফাইটারের আহ্বায়ক সিয়াম মাহমুদ সোহেল, রবিউল ইসলাম রবি, মোঃ সোহেল, আবুল ফয়েজ প্রমূখ।
from BDJAHAN https://ift.tt/2MlYCYq
via IFTTT