দক্ষিণ সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৭

সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া গণিগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী লিমন বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালকসহ ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৭ জন। এবং গুরুতর আহত হয়েছেন ৬ জন। নিহতরা হলেন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আফজাল হোসেন (১৬), একই গ্রামের ফয়জুল মিয়ার ছেলে মিলন (১৫), ইস্তফা মিয়ার ছেলে সাগর মিয়া (১৬), একই উপজেলার গাগলী গ্রামের আলী আকবরের ছেলে লেগুনা চালক মো. নোমান (২২), শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের মনীন্দ্র কুমার দাসের ছেলে রিমেশ চন্দ্র দাস (২২), দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনি গ্রামের ফুল মিয়ার ছেলে ফজলুল করিম (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার কুটি গ্রামের নারায়ন চন্দ্র সাহার ছেলে শিপন কুমার সাহা (৩৩)। গুরুতর আহতরা হলেন,দক্ষিণ সুনামগঞ্জের দুর্বাকান্দা-ঠাকুর-ভোগ গ্রামের ফজল মিয়ার ছেলে রেজাউল করিম (১৬),শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের রাধাকৃষ্ণ দাসের ছেলে শংকর দাস (২১), তার ন্ত্রী তারামণি দাস (১৮), দিরাই উপজেলার মকসদুপুর গ্রামের মহরম আলীর ছেলে আবুল কাশেম (২৪), একই উপজেলার ভাটিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে রাজু মিয়া (২০), রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামের ইমান আলীর ছেলে কাজল মিয়া (৩০)।
স্থানীয় জনতা দ্রুত উদ্ধার করে গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এরমধ্যে দু’জনকে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, লিমন পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-০৮০১) ঢাকা থেকে দিরাইয়ে যাত্রী নামিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে আসছিল। বাসটি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকায় পৌঁছলে দিরাই-মদনপুর পয়েন্ট থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনা (সিলেট-ছ-২৫৯১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাস ও লেগুনাটি সড়কের দুপাশে ছিটকে পড়ে যায়।



from BDJAHAN http://bit.ly/2WMaust
via IFTTT
Next Post Previous Post