পত্নীতলায় বিজিবি’র অভিযানে ১১৫ বোতল ফেন্সিডিল আটক

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকা থেকে পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)অভিযান চালিয়ে ১১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছেন । বৃহস্প্রতিবার ( ৩১ জানুয়ারি ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার হাবিঃ মোঃ নুরুল আমিন এর নেতৃত্বে একটি নিয়মিত টহলদল সীমান্ত পিলার ২৫৫ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেখপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ১১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছেন । টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওয়ায় টহল দল তাদের আটক/সনাক্ত করতে পারেনি। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য-৪৬,০০০/- টাকা।

পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র পরিচালক ,অধিনায়ক মোঃ জাহিদ হাসান জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।



from BDJAHAN http://bit.ly/2S2kNXI
via IFTTT
Next Post Previous Post