চিরিরবন্দর রাণীরবন্দরে শান্তি সংঘের উদ্যেগে ১ হাজার কম্বল বিতরণ
মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস) এর উদ্যেগে ১ হাজার অসহায় গরীব পরিবারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস) এর কার্যালয়ের সামনে ”মাদক অপরাধ দমন ও মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে” র্যালী ও আলোচনা সভা শেষে অসহায় গরীব পরিবারদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্ধোধন করেন সহকারী কমিশনার (ভুমি) মো: মেজবাউল করিম,বিশেষ অতিথি চিরিরবন্দর অফিসার ইনচার্জ মো: হারেসুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মামুন হাসান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রাশাসের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মো: মাজেদ আলী, মাও: আনিসুর হক মোল্লা, আব্দুল বাড়ি, হাফেজ কারী মো: রহমতল্লা, কারী মো:মাজাহারুল ইসলাম, যুগ্ম নির্বাহী পরিচালক ফারহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও নিউ রহমান জুয়েলার্সের স্বত্বাধিকারী মো: শহিদুল ইসলাম, দপ্তর ও অর্থ সম্পাদক হাজী মো: নজরুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য রওশন আলী, সুলতান আলী, আমিনুল ইসলাম বাবু প্রমূখ।
শীতবস্ত্র অনুষ্ঠানে রাশাসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাংবাদিক ফজলুর রহমানের সার্বিক পরিচালনায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো:গোলাম রব্বানীসহ জেলা ও উপজেলার ৯ সরকারি কর্মকর্তার মাঝে রাসাশের বিশেষ সম্মননা স্বারক প্রদান করা হয়েছে। পরিশেষে মাদককে ঘৃণা করুন, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ করুন স্লোাগানে লিফলেট বিতরণ করা হয়েছে ।
from BDJAHAN http://bit.ly/2HK8Wsr
via IFTTT