শফিককে পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সিংড়াবাসী
সিংড়া (নাটোর) সংবাদদাতা : ফেব্রুয়ারী মাসে হতে পারে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনা মার্চে নির্বাচন। এমন সম্ভাবনায় সারাদেশের ন্যায় নাটোরের সিংড়াতেও চলছে নির্বাচনের আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও চায়ের আড্ডায় প্রাধান্য পাচ্ছে নির্বাচনী আলোচনা। নাটোর জেলার সবচেয়ে বড় ও গুরুত্ব্পূর্ন উপজেলা হলো সিংড়া। তাই এই উপজেলা নিয়ে সকলের আগ্রহ, ভাবনাটাও থাকে বেশি। এ উপজেলায় শফিককে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সিংড়া উপজেলাবাসী। শফিকুল ইসলাম শফিক সিংড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। শফিক ১৯৯৬ সালে গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও ১৯৯৮ সালে একই কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি ২০০৯ সালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। মার্জিত ও বিনয়ী শফিক ২০১৭ সালে বন্যার সময় পানি উন্নয়ন বোর্ডের জন্য অপেক্ষা না করে তার নেতৃত্বে বাঁধ তৈরীর মাধ্যমে কয়েক হাজার একর জমির ফসল রক্ষা করে আলোচনায় আসেন তিনি। তৎকালীন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও সিংড়ায় এসে শফিকের কাজের প্রশংসা করেন।
দীর্ঘদিনের রাজনীতিতে একজন পরিচ্ছন্ন, শিক্ষিত, ভদ্র ও ন¤্র হিসেবে উপজেলা চেয়াম্যান শফিকুল ইসলাম শফিকের নাম সিংড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তার নেতৃত্বে এই উপজেলা পরিবর্তনের স্বপ্ন দেখছে সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
from BDJAHAN http://bit.ly/2TmZU5Z
via IFTTT