বগুড়া নুনগোলায় টিফিন বক্স, ফুটবল, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণির শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও ফুটবল, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং নারীদের স্বচ্ছল করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শ্রেণি শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও ফুটবল, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং নারীদের স্বচ্ছল করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। বগুড়া সদর উপজেলার জাতীয় শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক ও ইউপি প্যানেল চেয়ারম্যান এস এম বিলাল হোসেন বিজয়ের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ইউপির সচিব আজিজুল হক সংরক্ষিত আসনের সদস্য রহিমা খাতুন, শিউলী বেগম, শান্তনা বেগম, আব্দুল হান্নান, ওয়ার্ড সদস্য আব্দুল বারী মন্ডল, সাইফুল ইসলাম, আব্দুল বাছেত সোনার, মকিম উদ্দিন মন্ডল, সোহেল রানা, সাইফুল ইসলাম , গ্রাম পুলিশ বাহিনী সহ উদ্যোক্তা সেলিম হোসেন। অপর দিকে বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের কৈচড় চাঁন্দপাড়ার রাস্তায় ব্রীজ ঢালায় কাজের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী, শেখেরকোলা ইউপি সদস্য ইমদাদুল হক প্রমুখ।



from BDJAHAN http://bit.ly/2MJdQER
via IFTTT
Next Post Previous Post