চট্টগ্রামে সাংবাদিক আবু বকর চৌধুরী’র শোকসভা অনুষ্ঠিত

মুকতাদের আজাদ খান, ৩১ জানুয়ারী : দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীকে শোক ও শ্রদ্ধায় স্মরণ করলো চট্টগ্রাম অঞ্চলে কর্মরত প্রিন্ট ও অনলাইন সংবাদকর্মীবৃন্দ। দৈনিক মানবকণ্ঠের সাবেক বার্তা সম্পাদক সদ্য প্রয়াত সাংবাদিক আবু বকর চৌধুরী’র শোকসভা ও দোয়া মাহফিল আজ ৩১ জানুয়ারী (২০১৯) বৃহস্পতিবার বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর কদম মোবরক এতিমখানা মার্কেটস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আবু বকর চৌধুরী ছিলেন- পেশাদার সাংবাদিক। গণমানুষের সাথে এ দেশের সাংবাদিক সমাজের সম্পর্ক উন্নয়নে যেসব নির্ভীক সাংবাদিক ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে আবু বকর চৌধুরী উল্লেখযোগ্য।

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি কবি কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দেশ বিদেশ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, সদস্য যথাক্রমে দৈনিক গিরিদর্পনের সি আর বিধান বড়ুৃয়া, দৈনিক নব অভিযানের চট্টগ্রাম ব্যুরো চিফ হাসান বিশ্বাস, মাসিক চকবাজার সম্পাদক এস ডি জীবন, একাত্তর বাংলাদেশ ডটকম সম্পাদক শেখ সেলিম, দেশবার্তা ডটকম সহ-সম্পাদক তরুণ বিশ্বাস অরুন, মাসিক অভিযাত্রী সম্পাদক সোহেল হোসাইন, সিএইচটি টাইমস ডটকমের সহ-সম্পাদক শিপক কুমার নন্দী, ভয়েস অব এশিয়া বিডি ডটকম সম্পাদক বিধান বিশ্বাস, আমার বাংলা ডটকম সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মানবাধিকার নিউজের শাহরিয়া শচিন, মানবাধিকার নিউজের এস এম ইবরাহিম, দৈনিক নব অভিযানের কাজী আরমান রিপন, মোরা পত্র লেখক সমাজের সভাপতি সজল দাস, দৈনিক মুক্ত খবরের চট্টগ্রাম প্রতিনিধি ইফতেখারুল করিম চৌধুরী, সিটিজি পোষ্টের ষ্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন রাজু, সিএনএন টুয়েন্টিফোর ডটকমের মো: সুমন প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন- লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও এমএসকে নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অধ্যক্ষ মাওলানা এম. সোলায়মান কাশেমী।

প্রসঙ্গত: সাংবাদিক আবু বকর চৌধুরী ১৯৬৪ খ্রিস্টাব্দের ২১ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন এবং গত ১৫ জানুয়ারি ২০১৯ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ধানমন্ডিতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দৈনিক খবর, সকালের খবর, আজকের কাগজ, আমাদের সময় ও সমকালে বার্তা বিভাগে কর্মরত ছিলেন।



from BDJAHAN http://bit.ly/2CT0oK0
via IFTTT
Next Post Previous Post