সিংগাইরে সাহসী পুলিশ অফিসার আনোয়ার হোসেন পেতে যাচ্ছেন রাষ্ট্রপতি পদক

মোঃ মিজানুর রহমান, সিংগাইর ( মানিকগঞ্জ ) হতে : পুলিশ অফিসার হিসেবে কর্মদক্ষ, ও সাহসীকতার সহিত জীবন বাজি রেখে বিভিন্ন অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় পুরস্কার স্বরুপ সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন পেতে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি পিপিএম ( সাহসী ) পদক। এ বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সিনিয়ার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী (পিপিএম)। সেই সাথে জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম জেলার সর্বাধিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পিপিএম ( সেবা ) পদে ও সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত ) আবুল কালাম পিপিএম (সাহসী) পদক পেতে যাচ্ছেন।

আনোয়ার হোসেন সিংগাইর থানায় যোগদান করেন গত বছরের ২২ ফেব্রুয়ারী। এর আগে তিনি ১৯৮৮ সালে কনস্টেবল পদে পুলিশে যোগদান করেন। এরপর সফলতার দ্রুতি ছড়ানো এই চৌকস কর্মকর্তা ২০০৫ সালে সহকারী উপ-পরিদর্শক ( এএসআই ) পদন্নতি লাভ করেন। অতপর ২০১০ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুনরায় পদন্নতি লাভ করেন তাঁর কর্মদক্ষতা গুণে। আনোয়ার হোসেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার নিজপাড়া গ্রামের সন্তান।

জানা গেছে, সিংগাইর থানায় যোগদান করার পর উপজেলার খানবানিয়ারা গ্রামের অপহৃত এক ১৩ বছরের কিশোরকে চাঁদপুর জেলার মতলব উপজেলা হতে উদ্ধারসহ অভিযুক্ত ৪ অপহরণকারীদের গ্রেফতার করেন। এরপর উপজেলার হাতনী এলাকায় ডাকাতির ঘটনায় রাজধানী ঢাকাসহ রংপুর ও জয়পুরহাট থেকে অভিযান চালিয়ে ৭ জন ডাকাতকে গ্রেফতার করতে সমর্থ হন এই কৌশলী, দক্ষ ও সাহসী অফিসার আনোয়ার হোসেন। সর্বশেষ সফলতা দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করা ঢাকার সাভারের এক যুবলীগ নেতা সেলিম মন্ডলকে আটক করা। ঐ নেতার বিরুদ্ধে নিজ স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ ছিল। হত্যার পর ফেলে রাখা লাশ সিংগাইরের বায়রা ইউনিয়নের স্বরুপপুর হতে উদ্ধার করে পুলিশ।

আনোয়ার হোসেন বলেন, সততা ও নিষ্ঠার সহিত পুলিশের এই মহা দায়িত্ব অব্যাহতভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞ। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, এটা বড়ই গৌরব ও আনন্দের বিষয়। এ পদক পাওয়া মানে অন্যান্য অফিসারদের কর্মদক্ষতাকে আরো উন্নত করবে। অন্যান্য অফিসাররাও আনোয়ারের মত সাহসী ভূমিকা নিয়ে অপরাধ দমনে কাজ করবে বলি আশাবাদি।



from BDJAHAN http://bit.ly/2Bg2AeJ
via IFTTT
Next Post Previous Post