বিশ্বনাথে সিসি ক্যামেরা স্থাপনে ৪ প্রবাসীর অনুদান প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থেকে চুরি-ছিনতাই’সহ বিভিন্ন প্রকারের অপরাধ দূর করে এক নিরাপদ জনপদ গড়ে তোলার লক্ষে উপজেলা সদরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহন করে থানা পুলিশ। এতে সাঁড়া দিয়ে প্রবাসীরা’সহ বিশ্বনাথের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ সহযোগিতার হাত প্রসারিত করেন। এরই ধারাবাহিকতায় সিসি ক্যামেরার স্থাপন কাজে ১ লাখ টাকা প্রদান করেছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন (বৈদ‌্যকাপন), যুক্তরাজ‌্য প্রবাসী গোলজার খান (রাজনগর), কবির মিয়া (চান্দশীরকাপন) ও মাফিজ খান (ইমিদপুর)।
বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ‌্যায় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম এর কাছে অনুদানের ১ লাখ টাকা হস্তান্তর করেন প্রবাসী মিছবাহ উদ্দিন। বিশ্বনাথ থানা প্রশাসন কর্তৃক বিশ্বনাথ বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ গ্রহন ও তা বাস্তবায়ন করায় থানার ওসিকে প্রবাসীদের পক্ষ থেকে ধন‌্যবাদ জানিয়ে ভবিষ‌্যতেও এধরণের কাজে সহযোগীতার আশাবাদ ব‌্যক্ত করেন মিছবাহ উদ্দিন।
অনুদানের টাকা হস্তান্তরের সময় উপস্থিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী সদস‌্য ফারুক মিয়া, যুক্তরাজ‌্য প্রবাসী মনির উদ্দিন বশির, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ‌্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ ও সদস‌্য নূর উদ্দিন।


from BDJAHAN http://bit.ly/2TnNjQd
via IFTTT
Next Post Previous Post