শিবগঞ্জে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল ও শব্দলদিঘী উচ্চ বিদ্যালয়ে বিনাম্যল্যে বই বিতরণ
রশিদুর রহমান রানা :শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের ন্যায় শিবগঞ্জেও বই বিতরণ ও উৎসব পালন করা হয়। “নতুন বছরের স্লোগান নতুন বছরের নতুন দিন নতুন বইয়ে হোক রঙ্গীন”। পহেলা জানুয়ারী সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরনের মাধ্যমে বই উৎসব পালন করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বইয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও অত্র বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক। সকাল ১১ টায় গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে ২০১৯ ইং সালের বই বিতরণ উৎস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে প্রায় ৫০০ জন শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরণ করেন স্কুলের ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনা পরিচালক শাহিনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপ পরিচালক ও ইউপি চেয়ারম্যানের পতœী মমতাজ বেগম। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হান্নান, শরিদ, উজ্জল হোসেন, শাহিন ইসলাম, মামুন হোসেন, রাশেদ ইসলাম, ইমন আহম্মেদ। অত্র বিদ্যালয়ে ২০১২ সাল থেকে জাতীয় পর্যায়ে সকল পরীক্ষায় সাফল্য অর্জন এর পাশাপাশি ২০১৭-১৮ সালে শিবগঞ্জ উপজেলায় শতভাগ গোল্ডে প্লাস ও ট্যানেল্টপুল এবং সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। অপর দিকে দুপুর ১২টায় শব্দলদিঘী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষকদের মধ্যে রফিকুল ইসলাম মানু, শাহিনুর ইসলাম কামরুজ্জামান, আফজাল হোসেন, এনামুল হক, শহিদুল ইসলাম প্রমূখ।
from BDJAHAN http://bit.ly/2EZI9FD
via IFTTT