বগুড়ায় উপশহর ফাঁড়ির পুলিশ পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ইংরেজী নববর্ষ ২০১৯ সালকে স্বাগত জানাতে বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সম্মানে অনুষ্ঠিত হলো জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। ২টি পর্বে বিভক্ত এই অনাড়ম্বর অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন উপশহর ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম। পুলিশ সদস্যদের শত ব্যস্ততাকে পাশ কাটিয়ে এই অনুষ্ঠানটি হয়ে ওঠে অন্য রকম এক মিলন মেলায়। এতে অংশগ্রহন করে ফাঁড়ির পুলিশ সদস্য ও তাদের পরিবার ছাড়াও হাইওয়ে ও পিবিআই এর মত পুলিশ সদস্যরাও। এমনকি ফাঁড়ির আশেপাশে পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত সদস্য ও তাদের পরিবারেরাও বাদ পড়েননি এই জমজমাট আয়োজনের স্বাক্ষি হতে। অনুষ্ঠানে আরো আনন্দ যোগ করতে ফাঁড়ি পুলিশের আহবানে যোগ দেয় বগুড়ার ২টি খ্যাতনামা সংগঠন সজল নৃত্যালয় ও আলিফ মর্ডান ডান্স গ্রুপ। সন্ধ্যার পর পরেই আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। একটু পরেই অতিথিদের পদভারে মুখরিত হয়ে পড়ে ফাঁড়ি এলাকা। একে একে সবাই আসন গ্রহন করতে থাকেন। অপেক্ষা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার। ঘড়ির কাঁটায় তখন ঠিক ৮টা ছুই ছুঁই। ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্বের শুভ সূচনা করেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো আগত অতিথিদের। শুরু হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দলীয় দেশাত্মবোধক নৃত্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটিতে একের পর এক নৃত্য , কৌতুক ও গান পরিবেশন করতে থাকে ২ টি সংগঠনের প্রায় ১৮ জন শিল্পী। এর সাথে যুক্ত হয় পুলিশ সদস্যদের সন্তানদের অংশগ্রহন। গতানুগতিক ধারার বাহিরের পরিবেশ দেখে ছোট বাবুরাও নাচের মাধ্যমে জানান দেয় তাদের বাধ ভাঙ্গা উচ্ছাস আর উল্লাসের। তার মধ্য ফাঁড়ির ইনচাজ এর সন্তান ফ্রেয়ন বাবু (৭) এবং এএসআই মহুবার রহমান এর কন্যা আরশী (৫) তাদের সাহসী ও কৌশলী নাচের মধ্য দিয়ে নজর কারে সকল অতিথি ও দর্শকদের। পুলিশ সদস্যরাও আনন্দ উপভোগ করেন স্বপরিবারে। রাত্রি ১০টা নাগাদ ১ম অধিবেশন এর সমাপ্তি টানেন উপস্থাপক এসআই আব্দুল গফুর। শুরু হয় নৈশভোজ পর্ব। হরেক রকম খাবার আর শেষে গোকুল মেধ এর ঐতিহ্যবাহী বউ সোহাগী পান পেয়ে আতœতৃপ্তি সকলের চোখেমুখে বেশ অনিমেয়। এর মধ্য দিয়েই শেষ হয় এই মিলন মেলার। এটি শুধু মিলন মেলায় নয় রুপক অর্থে এ যেন এক ব্যস্ততা ও কোলাহলপুর্ন পৃথিবী ছেড়ে ক্ষনিক সময়ের জন্য নতুন, ঝলমলে ও রাঙ্গানো একটি দুনিয়ায় ঘটে যাওয়া বন্ধন আর বিশ^াসের মেলা।



from BDJAHAN http://bit.ly/2LJaf9m
via IFTTT
Next Post Previous Post