Inter 1st Year Accounting Assignment 2021 For HSC 2022 Exam

Inter 1st Year Accounting Assignment 2021 For HSC 2022 Exam
#Inter #1st #Year #Accounting #Assignment #HSC #Exam

Inter 1st Year Accounting 1st week Assignment 2021 has been printed For HSC 2022 Exam. So the reply of HSC Accounting task 2021 is offered right here. Get Class 11 Accounting task resolution under. HSC Bangla task.

Accounting 1st Week HSC Assignment Question & Answer

HSC Accounting 1st Week Assignment

এইচএসসি প্রথম সপ্তাহের হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট

হিসাবচক্রের ধাপ অনুসরণ করে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, হিসাবের বই প্রস্তুতকরণ এবং হিসাব সমীকরণে প্রভাব প্রদর্শন:

গৌতম এন্টারপ্রাইজ এর ৩১ জানুয়ারি ২০২১ সালের হিসাব উদ্বৃত্তগুলাে নিম্নরূপ ছিল ।

নগদ ৮০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৩০,০০০ টাকা, দেনাদার ৪০,০০০ টাকা ও পাওনাদার ৪৫,০০০ টাকা । ফেব্রুয়ারি মাসে তার ব্যবসায়ে সংঘটিত ঘটনাগুলাে নিম্নরূপ:

২০২১

ফেব্রু ১: দক্ষ ম্যানেজার ২০,০০০ টাকা বেতনে যােগদান করেন।

ফেব্রু ৫: ১৩% প্রদেয় নােটে স্বীকৃতিদানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা।

ফেব্রু ৬: তিন মাসের শাে-রুম ভাড়া অগ্রিম প্রদান করা হলাে ১৫,০০০ টাকা ।

ফেব্রু ১২: ইনস্যুরেন্স প্রিমিয়াম পরিশােধ করা হলাে ১,২০০ টাকা।

ফেব্রু ১৪: ১,০০,০০০টাকার অফিস সরঞ্জাম ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলেন।

ফেব্রু ১৬: ৩% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করা হলাে ১,২০,০০০ টাকা (নগদে ৬০%,ধারে ৪০%)।

ফেব্রু ১৮: মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলো ৩০,০০০ টাকা।

ফেব্রু ২০; একজন দেনাদারের নিকট থেকে ৩০,০০০ টাকা পাওয়া গেল।

ফেব্রু ২২: প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলাে ৫,০০০ টাকা।

ফেব্রু ২৫: মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ পরিশােধ করা হলাে ১০,০০০ টাকা।

ফেব্রু ২৮: অগ্রিম প্রদত্ত ভাড়ার ০১ মাস অতিক্রান্ত হয়েছে।

প্রশ্ন:

ক. ৫, ৬, ১৬, ২৮ তারিখের লেনদেনগুলাে হিসাব সমীকরণে প্রভাব দেখাও।

খ. ১২, ১৮, ২২, ২৫ তারিখের লেনদেনগুলাে গৌতম এন্টারপ্রাইজ এর হিসাব বইতে লিপিবদ্ধ করাে। (ব্যাখ্যা ব্যতীত)

গ. সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করাে।

ঘ. হিসাবচক্র (চিত্রসহ)।

শিখনফল বা বিষয়বস্তু

হিসাব চক্রের ধারাবাহিকতা রক্ষা করে হিসাবের বইসমূহ প্রস্তুত ও সংরক্ষণ করতে পারবে।

ব্যবসায়ের লেনাদেন চিহ্নিত করে হিসাব সমীকরণে এগুলাের প্রভাব ব্যাখ্যা করতে পারবে।

লেনদেন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে হিসাবের শ্রেণি অনুযায়ী চিহ্নিত করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/ পরিধি)

ক)লেনদেন চিহ্নিতকরণ ও প্রারম্ভিক উদ্বৃত্তসহ (টেবুলার ছক) অন্তর্ভূক্ত করতে হবে।

খ) হিসাবের শ্রেণিবিভাগ ও ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে।

গ) চলমান জের ছক অনুসরণ করতে হবে।

ঘ) ১ম-৫ম ধাপ পর্যন্ত ব্যাখ্যা করাে।

মূল্যায়ন রুবিক্স

উত্তর যাচাইয়ের ক্ষেত্রে নির্দেশনা ও পারদর্শিতার মাত্রা বা নাম্বার নির্ধারন

নির্দেশনা
টোবুলার ছক অনুযায়ী কার্য সম্পাদন ৪টি দফা ঠিক ৩টি দফা ঠিক ২টি দফা ঠিক ১টি দফা ঠিক
জাবেদাভুক্তকরণ ৪টি দফা ঠিক ৩টি দফা ঠিক ২টি দফা ঠিক ১টি দফা ঠিক
খতিয়ানের জের নির্ণয় নির্ণীত সকল জের ঠিক অধিকাংশ জের ঠিক অর্ধাংশ জের ঠিক আংশিক জের ঠিক
হিসাবচক্রের ধাপ অনুসরণ যথাযথভাবে ধাপ অনুসরিত আংশিক অনুসরিত কিছুক্ষেত্রে অনুসরিত ধাপ অনুসরিত হয়নি
বিশ্লেষণের ক্ষমতা সকল লেনদেন এর বিশ্লেষণ করতে পেরেছে অধিকাংশ লেনদেনের বিশ্লেষণ করতে পেরেছে লেনদেনের আংশিক বিশ্লেষণ করতে পেরেছে ক্ষেত্রবিশেষে লেনদেনের বিশ্লেষণ করতে পেরেছে

Next Post Previous Post