বিশ্বনাথে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় সরকারি মূল্যে চলতি বোরো মৌসুুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গনে কৃষকদের থেকে ধান গ্রহণের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা ধান-চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি ও ইউএনও সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক রায়, উপজেলা খাদ্য কর্মকর্তা মনোধন চন্দ্র দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অজ্ঞন কুমার দাস, উপসহকারি কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।
খাদ্য কর্মকর্তা জানান, প্রথম দিন ৩ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোদন করা হয়।
এর আগে ১ হাজার ৩শ ১০ জন কৃষকের মধ্যে লটারি মাধ্যমে ৮ ইউনিয়ন থেকে ৩৪৪ জন কৃষক নির্বাচন করা হয়। নির্বাচিত কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি ধরে ধান ক্রয় করা হবে। এবার উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৯শ ৪৫ মেট্রিক টন ও সিদ্ধ চাল ১৩১ মেট্রিক টন। আগামী ১৬ অগাস্ট পর্যন্ত চলবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম।