সাবেক এমপি সেলিম’র মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ
গোয়াইনঘাট প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাব। এক শোক বার্তায় গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, সুভাষ দাশ, প্রচার সম্পাদক ইলিয়াস আকরাম, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম, নির্বাহী সদস্য এমএ মালেক, মনজুর আহমদ, আলী হোসেন, দুর্ঘেশ চন্দ্র সরকার বাপ্পি, সদস্য , মনসুর আলম প্রমুখ। গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিকরা বলেন, দিলদার হোসেন সেলিম একজন গুণী রাজনীতিক ও ক্রীড়া সংগঠক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। একজন রাজনীতিবিদ ও সংগঠক হিসেবে তিনি সিলেটবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। গোয়াইনঘাট প্রেসক্লাব গুনি এই রাজনীতিকের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। পাশাপাশি গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।